You have reached your daily news limit

Please log in to continue


এবার ঈদে মহাসড়কেও চলবে মোটরসাইকেল

আসন্ন ঈদুল ফিতরে মহাসড়কে মোটরসাইকেল চলাচলের ওপর কোনো বিধিনিষেধ থাকছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে গত বছরের মতো এবারও পদ্মা সেতুতে মোটরসাইকেল চালাচল বন্ধ থাকবে।

পবিত্র ঈদুল ফিতর উদযাপন-২০২৩ উপলক্ষে রাজধানীর বনানীতে বিআরটির কার্যালয় আজ রোববার সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ তথ্য জানান।

এর আগের ঈদের ৭ দিন মহাসড়কে মোটরসাইকেল চালানো যাবে না বলে নির্দেশনা দিয়েছিল সড়ক বিভাগ। নির্দেশনায় বলা হয়েছিল, পবিত্র ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন ও ঈদের পরের তিন দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না।


এ ছাড়া ভাড়ায় চালিত মোটরসাইকেল শুধু রাজধানী ঢাকাসহ অনুমোদিত এলাকায় চলাচল পারবে বলে জানিয়েছিল সড়ক বিভাগ। অন্যদিকে এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানোর অনুমতিও ছিল না।

এবারের ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা থাকছে কি-না জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, মহাসড়কে মোটরসাইকেল চলবে না, এটি কি আমরা বলেছি? শুধু পদ্মা সেতু বাদে সব মহাসড়কেই মোটরসাইকেল চলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন