অ্যান্ড্রয়েড ফোনের সিক্রেট যত কোড

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৩, ১২:২১

স্মার্টফোনে সারাক্ষণ কোনো না কোনো কাজ করছেন। কখনো কথা বলায় কখনো আবার মেসেজিং কিংবা সোশ্যাল মিডিয়া স্ত্রোল করছেন। আবার ভিডিও দেখা কিংবা বই পড়ার জন্য হাতে আছে স্মার্টফোনটি। বলা যায় নিত্যসঙ্গী এখন স্মার্টফোন।


অ্যান্ড্রয়েড ফোনের সিক্রেট কোড সম্পর্কে জানেন কি? বেশির ভাগ মানুষই জানেন না বেশ কিছু ‘সিক্রেট কোড’-এর কথা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘সিক্রেট কোড’ ব্যবহার করে হিডেন সেটিং অপশন এবং তথ্য আনলক করা যেতে পারে। এছাড়াও কোড জানা থাকলে আপনি নিজেই দেখে নিতে পারবেন আইএমইআইই নম্বর, ক্যামেরা ইনফরমেশন কিংবা ইনফো মেনু।


চলুন দেখে নেওয়া যাক কোন সিক্রেট কোডের মানে কি-


ইনফো মেনু


অ্যান্ড্রয়েড ফোনে ইনফরমেশন মেনু একবারে বের করতে হলে, কি-প্যাডে লিখুন *#*#4636#*#*। তাহলে একবারেই আপনি পৌঁছে যাবেন আপনার ফোনের ইনফো মেনুতে।


ক্যামেরা ইনফরমেশন


ফোনের ক্যামেরা ইনফরমেশন জানতে টাইপ করুন *#*#34971539#*#*। আপনার ফোনের ক্যামেরার যাবতীয় তথ্য পেয়ে যাবেন এখানে। ক্যামেরার কোথাও সমস্যা বা পরিবর্তন করতে হবে কি না তাও দেখতে পাবেন এখানে।


আইএমইআইই নম্বর


ফোনের আইএমইআইই নম্বর জেনে রাখা খুবই জরুরি। খুব সহজে অ্যান্ড্রয়েড ফোনের আইএমইআইই নম্বর জানতে পারবেন। এজন্য কি-প্যাডে টাইপ করুন *#06#।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও