তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ২০
তিউনিসিয়ার কাছে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। নৌকায় করে তারা ভূমধ্যসাগর পাড়ি দিতে চেয়েছিলেন।
উত্তর আফ্রিকার দেশগুলো থেকে নৌকায় করে ইউরোপে যাওয়ার পরিমাণ আগের তুলনায় বেড়েছে। এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটল। খবর আল-জাজিরা।
দেশটির স্ফাক্স শহরের বিচারক ফাওজি মাসমৌসদি শনিবার বলেন, স্ফাক্স উপকূলে নৌকাটি ডুবে যাওয়ার পর কোস্টগার্ড ১৭ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিউনিসিয়া উপকূলে বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। অনেকের মৃত্যুও হয়েছে।
ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে আসা লোকজনের কাছে লিবিয়ার বদলে এখন তিউনিসিয়া প্রধান প্রস্থান পয়েন্ট হিসেবে জায়গা করে নিয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অভিবাসীবাহী নৌকাডুবি