কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লভ্যাংশ কমায় স্যামসাংয়ের মেমোরি চিপ উৎপাদনে লাগাম

সমকাল প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৩, ১০:০১

নিজেদের মেমোরি চিপ উৎপাদনে লাগাম টানতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং। মূলত বৈশ্বিক মন্দায় ধারাবাহিক লভ্যাংশ পতনে এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।


স্যামসাংয়ের তথ্য মতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) কোম্পানিটির মুনাফা সাড়ে ৪৫ কোটি ডলার কমেছে। আগের বছর একই সময়ে তারা এক হাজার ৬৩ কোটি ডলার মুনাফা করে। প্রান্তিক হিসাবে মুনাফা প্রায় ৯৬ শতাংশ কমেছে কোম্পানিটির। কভিডের পর বৈশ্বিক মন্দায় স্মার্ট ডিভাইসের চাহিদা কমেছে। এতে করে চিপ নির্মাণও কমিয়ে দিতে বাধ্য হয়েছে স্যামসাং।


স্যামসাংয়ের এক মুখপাত্র বলেন, ডিভাইস বিক্রি কমায় মেমোরি চিপ উৎপাদন না কমিয়ে উপায় নেই। বাস্তবতা মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিশ্লেষকরা বলছেন, স্যামসাংয়ের চিপ উৎপাদন কমানোর ঘোষণাটি আকস্মিক। গত মাসেই কোম্পানিটি দক্ষিণ কোরিয়ায় মেগা সেমিকন্ডাকটর হাব তৈরির লক্ষ্যে ২৩ হাজার কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছিল। এ পরিকল্পনা থেকে সম্ভবত সরে আসতে যাচ্ছে স্যামসাং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও