![](https://media.priyo.com/img/500x/https://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2023/04/08/712x407/koron.jpg)
একাধিক পরকীয়ায় ছিলেন করণ, আপত্তিকর অবস্থায় ধরা পড়ে খেয়েছেন চড়
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৩, ১১:৩৪
বিয়ের পর বলিউড থেকে অনেকটা উধাও হয়ে গেছেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। মেয়ে দেবীকে নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময় স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে শেয়ার করেন নায়িকা। এদিকে বিপাশার সঙ্গে বিয়ের সাত বছর হলেও, করণের পরকীয়া সম্পর্ক নিয়ে চর্চা থামেনি বলিপাড়ায়।
ধারাবাহিক জগত থেকে অভিনয় শুরু করেছিলেন করণ। তিন বছর হিন্দি ধারাবাহিকে কাজ করার পর ‘দিল মিল গায়ে’ সিরিয়ালের মাধ্যমে সাফল্যের দেখা পান তিনি।