স্বাধীনতার স্বপ্ন ও নিরাপত্তার ভয়
ছোটবেলায় পড়া গল্প যে জীবনের পরতে পরতে কাজে লাগবে তা কি আমরা কেউ ভেবেছিলাম? সেই যে বুদ্ধিমান বিদূষক যিনি রাজদরবারে রাজার সামনে কথা বলতে এসে বিনয়ে বিগলিত হয়ে জানতে চেয়েছিলেন মহারাজ! সভয়ে বলব না নির্ভয়ে বলব? মহারাজ বললেন, নির্ভয়ে বলো। এত বড় রাজার সামনে কথা বলা, রাজা অভয় দিয়েছেন, সংশয় তো তবুও যায় না। তিনি জানতে চাইলেন, প্রিয় কথা বলব, না প্রয়োজনীয় কথা বলব? এটা একটা গল্প কিন্তু তা যেন জড়িয়ে আছে আমাদের বর্তমান সময়ের সঙ্গে।
ভয়ে ভয়ে কথা বলা বা চুপ করে থাকার সংস্কৃতি প্রবল রূপ নিয়েছে। প্রিয় কথা বলার নামে তোষামোদি প্রায় শিল্পের রূপ নিয়েছে আর নির্ভয়ে প্রয়োজনীয় কথা বলা ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।