মাঝ আকাশে মাতাল যাত্রীর বিমানের দরজা খোলার চেষ্টা

সমকাল প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৩, ১১:৩১

বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে চল্লিশ বছর বয়সী এক মাতাল যাত্রীর বিরুদ্ধে পরপর তিনটি অভিযোগ উঠে এসেছে। তিনি সরাসরি চলন্ত বিমানের ইমার্জেন্সি দরজার ফ্ল্যাপ জোর করে খোলার চেষ্টা করেছিলেন। তবে বিমান সংস্থা জানিয়েছে, এ ঘটনায় যাত্রী সুরক্ষার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হয়নি।


শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটে। ইন্ডিয়া টুডে।জানা যায়, ওই যাত্রীর নাম আর প্রতীক। তিনি কানপুরের নিবাসী। বিমানের ১৮-এফ সিটে তিনি বসেছিলেন। তিনি কার্যত মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ এসেছে। তিনি বিমানের ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করছিলেন এবং সবার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে