You have reached your daily news limit

Please log in to continue


আমাদের নগরের ঐতিহ্যগত ভিন্নতা ও নিজস্বতা হারিয়ে যাচ্ছে

গত ১৮ জানুয়ারি নেপালের স্থপতিদের সংগঠন, SONA-এর (Society of Nepalese Architects) কনভেনশনে আমন্ত্রিত হয়ে বাংলাদেশের স্থপতি ইনস্টিটিউটের প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম কাঠমান্ডু। এ SONA কনভেনশনের থিম ছিল—সমসাময়িক শহরের পরিচয় নির্মাণে স্থাপত্যের ভূমিকা (‘‌Role of architecture in the creation of identity of the contemporary city’)।

তাদের কনভেনশনের থিমটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং পশ্চিমাদের ‘‌দুধভাত মার্কা’ স্লোগানের সেই অতিপরিচিত শব্দ ‘‌ গ্লোবালাইজেশন’-এর ডামাডোলের বিপরীতে খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী মনে হয়েছে। নেপালের স্থপতিদের সোসাইটি খুব সুন্দরভাবে তাদের প্রাচীন প্রজ্ঞার নির্দেশনার ফসল, তাদের শহরগুলোর নিজস্ব অনন্যসাধারণ আইডেন্টিটির ধারণাটি তাদের থিম পেপারে বর্ণনা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন