সুন্দরবনে মুগ্ধ গঙ্গা বিলাসে আসা ২২ বিদেশি পর্যটক
সমকাল
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৩, ১৫:৩১
ভারতীয় বিলাসবহুল পর্যটক প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাসে আসা ২২ জন বিদেশি পর্যটক বাংলাদেশের সুন্দরবন ভ্রমণ করেছেন। তারা বনের প্রাকৃতিক পরিবেশ ও ইকো পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখেন।
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নরওয়ে, বৃটিশ ও কানাডিয়ান ২২ জন পর্যটক সুন্দরবনের করমজল ইকোপার্ক ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ভ্রমণে আসেন। সেখানে পর্যটকরা প্রায় দু’ঘণ্টা অবস্থান করে বনের প্রাকৃতিক পরিবেশ ও ইকো পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখেন। এ সময় সুন্দরবনের পরিবেশ দেখে বিদেশি পর্যটকরা মুগ্ধ হন। তিনি জানান, ভ্রমণ শেষে প্রমোদতরীটি বরিশালের উদ্দেশে রওনা দেয়। এরপর ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁও ঘুরে ১২ এপ্রিল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যাবেন এ পর্যটকেরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পর্যটক
- বিদেশি পর্যটক
- প্রমোদতরী