অগ্নিঝুঁকির বিপণি বিতান; নতুন জরিপ চট্টগ্রামেও

বিডি নিউজ ২৪ চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৩, ১০:১৫

পাহাড়ের ওপরে সরু গলির দুপাশে অগুণিত দোকান আর ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত কাপড়ের গুদাম ঘরের জহুর হকার্স মার্কেটে সকাল থেকে রাত অবধি ক্রেতা-বিক্রেতাদের হৈহল্লা নিত্যকার পরিচিত চিত্র।


চট্টগ্রামের সীমিত আয়ের মানুষ ও শৌখিন কাপড় ক্রেতাদের অনেকের পছন্দ কেনাকাটার এ জায়গার উল্টো দিকেই শতাধিক পণ্যের ছোট ছোট মার্কেট, দোকানের পরিমাণও কয়েক হাজার। নিচ তলায় দোকান, উপরে গুদাম, বাসা, খাবার ও আবাসিক হোটেল মিলে রেয়াজউদ্দিন বাজার এক ঘিঞ্জি ব্যবসা কেন্দ্র; যেখানে পৌঁছে না দিনের আলো।


নগরীর এ দুই ব্যস্ততম ব্যবসা কেন্দ্রের এমন চিত্র সবাই দেখে আসছেন যুগের পর যুগ থেকে। মাঝেমধ্যে ছোটখাট দুর্ঘটনার পর নানান ঝুঁকির বিষয় সামনে এলেও অবকাঠামো বদলের সেই আলোচনা কদিন পরই যায় তলিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও