পূর্বাঞ্চলে দুই রুটে প্রথম বিশেষ ট্রেন

প্রথম আলো প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৩, ২১:০৩

ঈদের সময় ট্রেনের টিকিটের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় দুই থেকে তিন গুণ বেড়ে যায়। কিন্তু সে তুলনায় ট্রেনের সংখ্যা বাড়ে না। তাই অধিকাংশ মানুষকে নির্ভর করতে হয় সড়কপথের ওপর। এতে যাত্রীদের যেমন বাড়তি ভাড়া গুনতে হয়, তেমনি থাকে দুর্ঘটনার ঝুঁকি। এই দুর্ভোগ লাঘব করতে এবারের ঈদযাত্রায় বিশেষ ট্রেন বৃদ্ধি করেছে রেলওয়ের পূর্বাঞ্চল।


এবার পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে মোট সাতটি বিশেষ ট্রেন চলাচল করবে। গতবার এ সংখ্যা ছিল পাঁচ। এসব ট্রেনে আসন রয়েছে ২ হাজার ৪০০টি। এ ছাড়া দাঁড়িয়েও যাওয়ার সুযোগ থাকে। তবে ছাদে করে যাত্রার সুযোগ নেই।


পূর্বাঞ্চলের সাতটি বিশেষ ট্রেনের মধ্যে একটি ট্রেন চলবে চাঁদপুর-সিলেট রুটে। আরেকটি চলবে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে। এই দুটি রুটে আগে কখনো ঈদের সময় বিশেষ ট্রেন চলাচল করেনি।


রেলওয়ের এক কর্মকর্তা জানান, ঈদের সময় চট্টগ্রাম স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে প্রতিদিন গড়ে প্রায় ২০ হাজার টিকিটের চাহিদা থাকে। আগে নিয়মিত ও বিশেষ ট্রেন মিলিয়ে ১০ হাজার পর্যন্ত টিকিট দেওয়া যেত। এবার বিশেষ ট্রেনের সংখ্যা বাড়ানোর কারণে বাড়তি যাত্রী পরিবহন করা যাবে। এতে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমবে।


রেলওয়ে সূত্র জানায়, স্বাভাবিক সময়ে চট্টগ্রাম স্টেশন থেকে দশটি আন্তনগর ও চারটি মেইল এক্সপ্রেস চলাচল করে। ঈদযাত্রার জন্য ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।


যমুনা নদীর পূর্ব পাশের এলাকা রেলওয়ের পূর্বাঞ্চল হিসেবে পরিচিত। এর সদর দপ্তর চট্টগ্রাম নগরের সিআরবিতে।


বিশেষ ট্রেন যখন চলবে


পূর্বাঞ্চল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনকে এই রুটে ব্যবহার করা হবে। প্রতিটি ট্রেনে আসন রয়েছে ৫১৪টি করে ১ হাজার ২৮টি।


চাঁদপুর ঈদ স্পেশাল-১ চাঁদপুরের উদ্দেশে চট্টগ্রাম স্টেশন ছাড়বে প্রতিদিন বেলা সাড়ে ১১টায় আর চাঁদপুর থেকে রওনা দেবে বেলা সাড়ে ৩টায়। চাঁদপুর ঈদ স্পেশাল-২ চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে বেলা ৩টা ২০ মিনিটে এবং চাঁদপুর থেকে ছাড়বে সকাল ৬টায়। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুটি ট্রেন চলাচল করে।


চাহিদা থাকলেও চাঁদপুর–সিলেট রুটে কোনো ট্রেন চলাচল করত না। এবারই প্রথম এই রুটে বিশেষ ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ট্রেনে আসন রয়েছে ৪৮৮টি। এই রুটে ট্রেনটি সিলেট থেকে ৪টার ৪০ মিনিটে ছেড়ে চাঁদপুরে পৌঁছাবে রাত সোয়া ১২টায়। আর চাঁদপুর থেকে বিকেল ৪টায় ছেড়ে সিলেটে পৌঁছাবে রাত ১২টায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও