কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিস্তা নিয়ে দিল্লির জবাব পায়নি ঢাকা

সমকাল প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৩, ২১:৩১

তিস্তা থেকে পানি প্রত্যাহারের জন্য নতুন করে দুটি খাল খনন নিয়ে বিস্তারিত তথ্য জানতে দিল্লিকে কূটনৈতিক নোট পাঠিয়েছিল ঢাকা। তবে তার জবাব এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন।


বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিস্তার বিষয়ে দিল্লি থেকে জবাব এসেছে কিনা– জানতে চাইলে তিনি বলেন, দিল্লি থেকে তিস্তা নিয়ে এখনও কোনো জবাব আসেনি।


তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের জন্য ভারতের পশ্চিমবঙ্গের সেচ বিভাগ প্রায় ১ হাজার একর জমির মালিকানা পেয়েছে। জলপাইগুড়ির জেলা প্রশাসন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে সেচ বিভাগকে জমির মালিকানা হস্তান্তর করেছে। এ জমির মাধ্যমে তিস্তার পূর্ব তীরে দুটি খাল খনন করবে প্রশাসন। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য জানতে ভারতের কাছে নোট ভারবাল পাঠিয়েছিল বাংলাদেশ।


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তার ভিন্ন মত দমন হিসেবে দেখছে কিনা বাংলাদেশও– এর উত্তরে মুখপাত্র বলেন, এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় এবং মার্কিন আদালতে বিচারাধীন। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করা সমীচীন নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও