You have reached your daily news limit

Please log in to continue


ভয়ংকর দুটি রোলার কোস্টার

অনেকেই ভয় পেতে ভালোবাসেন। ভয়ের মধ্যে একটা আলাদা রোমাঞ্চ আছে। পৃথিবীতে এমন কিছু রাইড আছে, যেগুলো শুধু ভয়ংকরই নয়, দুঃস্বপ্নের মতো। আর যাঁরা এই রোমাঞ্চ উপভোগ করতে চান, তাঁরা খুঁজে নেন সেই রাইডগুলো। মোটা অঙ্কের টাকা খরচ করে পৃথিবীর অনেকেই উপভোগ করেন এই রোমাঞ্চ। অনেকেই চলে যান এক দেশ থেকে অন্য দেশে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, আমেরিকার দ্রুততম রোলার কোস্টার এবং বিশ্বের দ্বিতীয় দ্রুততম রোলার কোস্টারের নাম কিংডা কা। এটি নিউজার্সির সিক্স ফ্ল্যাগ গ্রেট অ্যাডভেঞ্চার থিম পার্কে অবস্থিত। এটি প্রতি ঘণ্টায় ১২৮ মাইল বেগে ছোটে। কিংডা কা লম্বা রোলার কোস্টার। এটি খাড়া ৯০ ডিগ্রি কোণে ওঠে আবার ৯০ ডিগ্রিতে নিচে নামে। অর্থাৎ ১৮০ ডিগ্রির মজা নিতে পারবেন আরোহীরা।

আরও একটি ভয়ংকর রাইড হলো স্লিংশট রোলার কোস্টার। এই রাইডটি ৩৬০ ফুট উঁচুতে আরোহণকারীদের নিয়ে গিয়ে ফুটবলের মতো খেলবে! এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যালেন্সিয়ার সিক্স ফ্ল্যাগ ম্যাজিক মাউনটেনে অবস্থিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন