You have reached your daily news limit

Please log in to continue


কোন লক্ষণ দেখে বুঝবেন ত্বকের ক্যান্সার

সারা বছর আমাদের ত্বকে নানারকম সমস্যা লেগেই থাকে। কিন্তু ত্বকের এমন কিছু সমস্যা রয়েছে, যা অবহেলা করলে মারাত্মক আকার নিতে পারে।

ত্বক অনেক স্পর্শকাতর, ছোটখাট কিছু অসতর্কতার ফলে ছোট কোনও প্রদাহ বা র‌্যাশ থেকেও চামড়ায় হানা দিতে পারে ক্যান্সারের মতো মরণরোগ।

ত্বকের ক্যান্সারের মূল লক্ষণগুলি কী কী?

বিভিন্ন কারণে ত্বকের নানাবিধ সমস্যা দেখা দেয়। তবে ত্বকের ক্যান্সারের ক্ষেত্রে কয়েকটি বিশেষ লক্ষণ প্রকাশ পায়।

১) ঘাড়,কান বা মুখের কোনও অংশে বাদামি, কালো বা গাঢ় নীল রঙের কোনও দাগ।

২) ত্বকে মোমের মতো সাদা রঙের কোনও মাংসপিণ্ড। যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়।

৩) কোনও ক্ষত, যেখান থেকে রক্তপাতও হতে পারে।

৪) শরীরে কোনও দাগ, যেখানে ব্যথা ও চুলকানি হচ্ছে।

ত্বকের ক্যান্সার প্রতিরোধে কী কী সুরক্ষা নেবেন?

১) সূর্যের আলো থেকে প্রাপ্ত ভিটামিন ডি শরীরের একটি অপরিহার্য উপাদান। তবে সূর্যের তীব্র আলোর সংস্পর্শ এড়িয়ে চলুন।

২) শুধু গ্রীষ্মকালে নয়, শীতকালে বাড়ির বাইরে গেলে অবশ্যই ব্যবহার করুন সানস্ক্রিন। এমনকি, আকাশ মেঘলা থাকলেও সানস্ক্রিন মেখে বেরোনোই ভাল।

৩) ত্বকে হঠাৎ করে অবাঞ্ছিত কোনও দাগ বা মাংসপিণ্ডের আবির্ভাব ঘটলে হেলাফেলা না করে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন