রানা প্লাজার মালিক সোহেল রানা জামিন পেলেন
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৩, ১৭:৩৩
                        
                    
                ঢাকার সাভারে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবনের মালিক সোহেল রানা জামিন পেয়েছেন। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।
আইনজীবীদের তথ্যমতে, ওই ঘটনায় পুলিশের করা মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে ২০২২ সালে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন সোহেল রানা। এর শুনানি নিয়ে আদালত রুল দেন। রুলের শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।