You have reached your daily news limit

Please log in to continue


এক চার্জে ৮০০ কিলোমিটার দৌড়াবে বৈদ্যুতিক ট্রাক

প্রতি চার্জে ৫০০ মাইল বা ৮০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে স্টেলান্টিসের নতুন ইলেকট্রিক রাম পিকআপ ট্রাক। গতকাল বুধবার (৫ এপ্রিল) শুরু হওয়া নিউইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শোতে জায়গা করে নিয়েছে এই ব্যাটারিচালিত গাড়ি। খবর এপি।এর মাধ্যমে রাম ১৫০০ রেভ যোগ দিল ফোর্ড, জেনারেল মোটরস, রিভিয়ান ও লর্ডসটাউন মোটরসের নতুন পিকআপের দলে।

এছাড়া বছরের শেষ দিকে টেসলা দীর্ঘ প্রতীক্ষিত সাইবারট্রাক বিক্রি শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।জানুয়ারিতে নতুন পিকআপটির ধারণা দেয় স্টেলান্টিস। ফিউচারিস্টিক সেই চেহারার চেয়ে প্রদর্শিত ট্রাক প্রচলিত গ্যাস-চালিত মডেলের মতোই দেখতে। তবে প্রযুক্তি একদম নতুন।রাম ট্রাকে থাকবে দুটি ব্যাটারি প্যাকেজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন