![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/04/online/facebook-thumbnails/lampard-samakal-642e4f293f7d3.jpg)
আবার চেলসির কোচ হচ্ছেন ল্যাম্পার্ড
সমকাল
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৩, ১১:০১
ইংল্যান্ড ও চেলসির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কোচিং ক্যারিয়ারের শুরুটা ভালো হয়নি। ২০১৯ সালে চেলসির দায়িত্ব নিয়ে চূড়ান্ত ব্যর্থ হন তিনি। তাকে ছাঁটাই করে টমাস টুখেলকে দায়িত্ব দিতেই চ্যাম্পিয়ন্স লিগে জেতে ব্লুজরা। এরপর ল্যাম্পার্ড এভারটনের কোচ হন।
সেখানেও একই দশা। ভাঙা মৌসুমে গত বছর দায়িত্ব নিয়ে অবনমন এড়ালেও চলতি মৌসুমে এভারটন আবার অবনমনের পথে পা বাড়ানোয় বরখাস্ত করা হয়েছে তাকে। ওই ল্যাম্পার্ডকে আবার কোচের দায়িত্ব দিচ্ছে চেলসি! সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক, প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়াম এমনই দাবি করেছে।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- চেলসি
- ফুটবল কোচ
- ফ্রাঙ্ক ল্যাম্পার্ড