![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/04/online/facebook-thumbnails/Untitled-1-samakal-642e476438ff6.jpg)
ভূমধ্যসাগরে মাছ ধরা নৌকায় ভাসমান বাংলাদেশিসহ ৪৪০ জনকে উদ্ধার
ভূমধ্যসাগরে একটি মাছ ধরা নৌকা থেকে ৪৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। চার দিন ধরে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি সাগরে নিয়ন্ত্রণহীন ঘুরছিল।
প্রায় ১১ ঘণ্টার চেষ্টায় বুধবার তাঁদের মাল্টার আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে ডক্টরস উইদআইট বর্ডার্স (এমএসএফ) নামের সংগঠন উদ্ধার করে। দ্য প্রিন্ট অনলাইন এ খবর জানিয়েছে।বাংলাদেশি ছাড়াও নৌকাটিতে সিরিয়া, পাকিস্তান, মিসর, সোমালিয়া ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তাঁরা লিবিয়া থেকে ইউরোপের ইতালির উদ্দেশে রওনা করেন। ঠিক কতজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে, তা জানা যায়নি।