‘চৈত্রের নিদানে’ হাওরের গোলায় আগাম ধান
সুনামগঞ্জের হাওরজুড়ে দুলছে সোনাবরণ ধানের শীষ। কোথাও আধা-পাকা, কোথাও রং ততোটা গাঢ় নয়। আর মাত্র কয়েকটা দিন, বৈশাখের শুরুতেই গোটা হাওর মেতে উঠবে ‘দাওয়ামারিতে’।
তার আগে চৈত্রের মাঝামাঝিতে স্বল্প করে হলেও শুরু হয়ে গেছে আগাম দেশি ধান কাটা। মাড়াই করে শুকানো হচ্ছে সেই ধান। কেউ কেউ বাজারেও তুলছেন। যেকোনো হাইব্রিড ধানের চেয়ে বাজারে এই দেশি ধানের দামও একটু বেশি।
‘চৈত্রের নিদানের’ কালে (অভাবের সময়) গোলায় উঠা এ ধান কৃষকের জন্য বাড়তি পাওয়া। এই ‘আদি জাতের’ ধান চাষ হয় মূলত হাওরের গভীরে; ‘অবহেলার’ জমিতে।