দায় না নেওয়ার সংস্কৃতি এবং গোষ্ঠীস্বার্থ যে কত বড় বিপর্যয় ঘটাতে পারে, তার বড় একটা দৃষ্টান্ত হয়ে থাকল রাজধানীর ফুলবাড়িয়ার বঙ্গবাজার কমপ্লেক্স। মঙ্গলবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে সেটি পুড়ে ছাই হয়ে গেল।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন বঙ্গবাজার কমপ্লেক্সটি চার বছর আগেই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিদুর্ঘটনার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দেয়।