২০ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জিলিপি! কিনতে হবে অন্তত ২৫০ গ্রাম, কেন এত দাম?

আনন্দবাজার (ভারত) হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৩, ২২:২৯

আক্ষরিক অর্থেই সোনায় মোড়া! বাংলাদেশের রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল তৈরি করেছে সেই জিলিপি। দাম, কিলোগ্রাম প্রতি ২০ হাজার বাংলাদেশি টাকা! ভারতীয় টাকায় সাড়ে ১৫ হাজারেরও বেশি!


বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো জানাচ্ছে, রমজান উপলক্ষে ইন্টারকন্টিনেন্টাল হোটেল কর্তৃপক্ষ বাজারে এনেছেন ২৪ ক্যারাট সোনার তবকে (লিফ) মোড়া শাহি জিলিপি। মঙ্গলবার ‘সোনার জিলিপি’ বিক্রির কথা নিজেদের ফেসবুক পেজে জানিয়েছিলেন তাঁরা। বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে জিলিপি বিক্রি শুরু করেছেন তাঁরা।


প্রকাশিত খবরে জানানো হয়েছে, প্রতি কেজি জিলিপিতে সোনার ২০ থেকে ২২টি তবক (লিফ) থাকবে। এক জন গ্রাহককে অন্তত ২৫০ গ্রাম জিলিপি কিনতে হবে। অর্থাৎ দাম পড়বে ৫,০০০ টাকা। ইফতারের জন্য ইতিমধ্যেই বেশ কয়েক কিলোগ্রাম জিলিপি সরবরাহের বরাত পেয়ে গিয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও