জেনেসিস মার্কেট: বিশ্বজুড়ে অভিযানে গ্রেপ্তার শতাধিক সাইবার অপরাধী
প্রথম আলো
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৩, ২১:০৩
জেনেসিস মার্কেট। এটি একটি অনলাইন ‘মার্কেটপ্লেস’। তবে এই অনলাইন বাজারের ক্রেতা ও বিক্রেতারা সবাই মূলত অপরাধী। এখানকার বিক্রেতারা সাইবার হামলা চালিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের গোপন তথ্য হাতিয়ে নেন। আর সেখান থেকে পাসওয়ার্ড, লগইন–সংক্রান্ত তথ্য, আইপি অ্যাড্রেসসহ অন্যান্য তথ্য কিনে নেন অনলাইন প্রতারকেরা। এসব তথ্য দিয়ে তাঁরা ভুক্তভোগীর নকল ‘ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট’ তৈরি করতে পারতেন। পরে তা ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করতেন।
অনেক সময় জেনেসিস মার্কেটে এক ডলারের কম দামে বিক্রি হওয়া তথ্য ব্যবহার করে প্রতারকেরা বিভিন্ন ব্যক্তির শপিং ও ব্যাংক হিসাব নিজেদের নিয়ন্ত্রণে নেন। বিশ্বের ১৭টি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত এক অভিযানে জেনেসিস মার্কেটের ওয়েবসাইট জব্দ এবং শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।