![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/04/05/rokeya3.jpg?itok=q_9VmPzz×tamp=1680667242)
রোকিয়া আফজাল রহমান আর নেই
ডেইলি স্টার
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৩, ১০:৩১
মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন রোকিয়া আফজাল রহমান মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
আজ বুধবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
আগামীকাল সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে।
রোকিয়া আফজাল রহমান ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি মিডিয়া স্টারের পরিচালক শেয়ারহোল্ডার ও এবিসি রেডিওর শেয়ারহোল্ডার পরিচালক ছিলেন।