ফের চীন-ভারত সীমান্তে চাপা উত্তেজনা!
বার্তা২৪
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ২০:৩৭
চীন ও ভারতের মধ্যে বিশাল সীমারেখার মধ্যে বিতর্কিত সীমান্ত এলাকাগুলো তিনটি জোন-এ বিভক্ত। একটি হচ্ছে লাদাখকে ঘিরে ওয়েস্টার্ন সেক্টর। দ্বিতীয়টি তিব্বত সীমান্ত লাগোয়া ভারতের হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্য নিয়ে তৈরি সীমানা এবং তৃতীয়টি অরুণাচল সীমান্তে থাকা ইস্টার্ন সেক্টর।
আশ্চর্যজনক বিষয় হলো, প্রাকৃতিক বিরূপতার কারণে চীন ও ভারতের সীমান্ত বাস্তবক্ষেত্রে একটি "প্রকৃতই কল্পিত সীমারেখা"। ভারত বলছে, সীমানাটি ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ। চীন বলছে, সীমানা দুই হাজার কিলোমিটারের কিছু বেশি।
ভারত দাবি করে, আকসাই চীনের মালভূমি। সুইজারল্যান্ডের আয়তনের সমান একটি এলাকা যা চীন সীমান্তের পশ্চিম অংশে নিয়ন্ত্রণ করে। পক্ষান্তরে চীন অরুণাচল প্রদেশ দাবি করে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সীমান্তে উত্তেজনা