বর্ষবরণকে ঘিরে উৎসবে রঙিন পাহাড়ের জনপথ

বাংলা ট্রিবিউন রাঙ্গামাটি প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ১৩:০২

রাঙামাটিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সবচেয়ে বড় উৎসব বর্ষবরণ। উৎসব উপলক্ষে সোমবার (৩ এপ্রিল) বিকালে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ তরুণীরা নিজ নিজ সম্প্রদায়ের পোশাক পড়ে অংশ নেন। শোভাযাত্রা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটে পাহাড়িদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়। 


বাংলা বর্ষ বিদায় ও বরণ উপলক্ষে বিভিন্ন জাতিগোষ্ঠীর সামাজিক আয়োজন বৈসাবি উৎসবে মেতে উঠার অপেক্ষায় পাহাড়ি জনপদ। যার রঙ ছড়াবে বিজু, বৈসুক, সাংগ্রাই, বিহুসহ নানান নামে। বিভিন্ন জাতিগোষ্ঠীর ভিন্ন ভিন্ন উৎসব একত্রে বৈসাবি উৎসব নামে এ উৎসব পার্বত্যাঞ্চলে পালন করা হয়। উৎসবে এবারো থাকছে ঐতিহ্যবাহী খেলাধুলা, নদীতে ফুল ভাসানো, পানি খেলাসহ বর্ণিল সব পর্ব। থাকছে নানা জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা।


শোভাযাত্রা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ফিতা কেটে পাঁচ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। পরে অতিথিরা বেলুন ও পায়রা উড়ান। নানা জাতিগোষ্ঠীর পাহাড়ি নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও