You have reached your daily news limit

Please log in to continue


‘আয়া দেখি আগুন আর আগুন, আমার এক কোটি টাকার পাঞ্জাবি পুড়ে ছাই’

‘আয়া দেখি আগুন আর আগুন। আমার হাজার হাজার পিস পাঞ্জাবি ভাই। চোখের সামনে সব জ্বলে। আমার এক কোটি টাকার পাঞ্জাবি পুড়ে ছাই।’ 

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি এভাবেই আহাজারি করছিলেন। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে তিনি সমকালকে জানান, বঙ্গবাজার ও ইসলামিয়ায় তার চারটি দোকান রয়েছে। 

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ফায়ার সার্ভিস আইছে। আইসা পুলিশ হেড কোয়ার্টারে পানি মারে। (ঈদ উপলক্ষে) এক কোটি টাকার পাঞ্জাবি তুলছিলাম। আমার সব শ্যাষ ভাই।’ 

সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে পাশের ভবন এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। এছাড়া বঙ্গবাজারের সামনের রাস্তায়ও ছড়িয়ে পড়েছে।আগুনে বঙ্গবাজারে টিনশেড মার্কেটটি পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে।  

ব্যবসায়ীরা দোকানের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে আগুনের ধোঁয়ায় মালামাল সরাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। 

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৪৭টি ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন