তোফাজ্জল, রাসেলদের চোখে জল, দোকান থেকে বের করতে পারেননি কিছুই

প্রথম আলো প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ০৯:৫৮

ভয়াবহ আগুনে রাজধানী বঙ্গবাজারের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আগুন ছড়িয়ে পড়েছে বঙ্গবাজারের পাশের ভবন অ্যানেক্স টাওয়ারেও।


ঘটনাস্থলে রয়েছেন প্রথম আলোর কর্মী আবু তাহের সোহেল। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের দোকানগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে।’


মো. তোফাজ্জলের শাড়ির দোকান ছিল বঙ্গবাজারের ভেতরে। ঈদকে সামনে রেখে দোকানে নতুন নতুন শাড়ি তুলেছিলেন তিনি। তোফাজ্জলকে বাজারের সামনে দাঁড়িয়ে অসহায়ভাবে কাঁদতে দেখা গেল। বললেন, ‘কিছুই বের করতে পারেননি।’


তোফাজ্জলের পাশেই দাঁড়িয়ে ছোটাছুটি করছিলেন আর কাঁদছিলেন সৈয়দ রাসেল নামে এক ব্যক্তি। বঙ্গ ইসলামিয়া বাজারে তাঁর শার্টের দোকান ছিল। বললেন, ‘সব পুড়ে শেষ হয়ে গেছে।’


ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪৩টির বেশি ইউনিট কাজ করছে। তাঁদের সঙ্গে রয়েছে সেনাবাহিনী, পুলিশ। স্থানীয় লোকজনকেও আগুন নিয়ন্ত্রণে আনতে তাঁদের সহায়তা করতে দেখা গেছে। বঙ্গবাজার সংলগ্ন হানিফ উড়ালসড়কের ওপরে মানুষের ভিড় জমেছে।


অগ্নিকাণ্ডে অবশিষ্ট দোকানগুলো থেকে মালপত্র বের করতেও ব্যবসায়ীদের সহায়তা করছে স্থানীয়রা।


আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সকাল আটটার দিকে প্রথম আলোকে বলেন, তাঁরা হতাহতের কোনো খবর পাননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও