![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-04%252Fd0b1ac42-65aa-433a-8e2e-ed73f2e2877b%252F757bce1b_7881_42bb_a816_0930c731aaff.jpg%3Frect%3D0%252C0%252C1280%252C720%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। চোটের কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদ। তবে ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ পেস–ত্রয়ীকে নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।
টসে হেরে যাওয়া বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান মনে করছেন, উইকেট থেকে কিছুটা হলেও সাহায্য পাবেন তাঁর পেসাররা।