You have reached your daily news limit

Please log in to continue


কানে ফিরছে ইন্ডিয়ানা জোন্স, বিশেষ সম্মান পাবেন হ্যারিসন ফোর্ড

কান চলচ্চিত্র উৎসবে ফিরছে বড় পর্দার কিংবদন্তি নায়ক ইন্ডিয়ানা জোন্স। চার দশক ধরে রুপালি পর্দায় ইন্ডিয়ানা জোন্সের দুঃসাহসিক কাজ দর্শকদের মুগ্ধ করেছে। এবার আসছে এই ফ্র্যাঞ্চাইজির শেষ চলচ্চিত্র ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’। এর উদ্বোধনী প্রদর্শনী হবে কান উৎসবে। আমেরিকান অভিনেতা হ্যারিসন ফোর্ডের অন্যতম জনপ্রিয় চরিত্র এই প্রত্নতত্ত্ব অধ্যাপক। তাই ৮০ বছর বয়সী এই তারকার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি বিশেষ সম্মান জানাবে আয়োজকরা।

২০০৮ সালের কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল স্টিভেন স্পিলবার্গের ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’। ১৫ বছর পর কানসৈকতে দেখা যাবে বিখ্যাত অভিযাত্রী ইন্ডিয়ানা জোন্সের বহুল প্রত্যাশিত প্রত্যাবর্তন। আশা করা হচ্ছে, ছবিটির মাধ্যমে দুর্দান্ত সিনেম্যাটিক অ্যাডভেঞ্চার উপভোগ করবে দর্শকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন