ব্যালট মানেই সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নয়: জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, নির্বাচন কমিশন ঘোষণা করেছে— ৩০০ আসনেই ব্যালটে নির্বাচন হবে। এটা আমাদের দাবি ছিল। তিনি বলেন, ‘ব্যালটে নির্বাচন মানেই সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নয়। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটি পদক্ষেপ মাত্র।’
সোমবার (৩ এপ্রিল) বিকালে মোহাম্মদপুরে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জিএম কাদের উল্লেখ করেন, এতদিন যারা নির্বাচন করেছেন তারা জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু হবে কী হবে না, তা সরকারের ওপর নির্ভর করে। কারা নির্বাচিত হবেন, তাও সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয়— এমন ধারণা সাধারণ মানুষের। সরকার নির্বাচন ব্যবস্থা নিজের আয়ত্তে রেখেই নির্বাচন করছে। যে সরকার নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে, সেই সরকার যদি নির্বাচন করে, তাহলে তাকে কখনোই পরাজিত করা সম্ভব নয়।’