You have reached your daily news limit

Please log in to continue


রাহুলের আবেদন গৃহীত, পরবর্তী শুনানি ১৩ এপ্রিল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মানহানির মামলায় ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে ১৩ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন গুজরাটের আদালত। আজ সোমবার দুপুরে গুজরাটের সুরাটের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট এ আদেশ দেন। ১৩ এপ্রিল আপিল শুনানি শুরু হবে। ওই দিন তাঁকে হাজিরা থেকে মুক্তিও দিয়েছেন আদালত।

আজ রাহুলের সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং কংগ্রেসের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন কংগ্রেসশাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ভূপেশ বাঘেল ও সুখবিন্দর সিং সুখু।

বোন ও কংগ্রেস নেতাদের নিয়ে রাহুলের সুরাটে যাওয়ার ঘটনাকে বিচারব্যবস্থার ওপর চাপ প্রয়োগের ‘শিশুসুলভ প্রচেষ্টা’ বলে সমালোচনা করেছে বিজেপি।

‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ ৫২ বছর বয়সী রাহুলকে দুই বছরের সাজা দেন গুজরাটের একটি আদালত।

এ রায় ঘোষণার মাত্র এক দিন পরই লোকসভায় রাহুলকে অযোগ্য ঘোষণা করা হয়। এর ফলে লোকসভায় তাঁর সদস্য পদ খারিজ হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন