কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চাল পোকামুক্ত রাখার ৫ উপায়

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৩, ১৬:৪৯

চাল কিছুদিন বাড়িতে থাকলেই পোকা আক্রমণ করে বসে। শুষ্ক স্থানে ও মুখবন্ধ পাত্রে রাখার পরও এই ধরনের সমস্যা দেখা দেয় প্রায়ই। কিছু ঘরোয়া উপায় জেনে নিন চাল পোকামুক্ত রাখার জন্য। 



  • চালের পাত্রে ৫-৬টি তেজপাতা ফেলে দিন। পোকা আসবে না।

  • কয়েকটা লবঙ্গ ও এলাচ ফেলে দিলেও চাল থাকবে ঝরঝরে ও পোকামুক্ত।

  • চাল অল্প পরিমাণে থাকলে রেখে দিতে পারেন ফ্রিজে।

  • খোসাসহ কয়েকটি রসুন রাখুন চালের পাত্রে। কিছুদিন পর পর বদলে দেবেন রসুন।

  • পোকা আক্রমণ করলে একটি ছড়ানো ট্রেতে চাল রেখে কড়া রোদে দিন। পোকা চলে গেলে রেখে দিন মুখবন্ধ পাত্রে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও