প্রথম আলোর সাংবাদিক শামসের জামিন মঞ্জুর
রাজধানীর রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের জামিন মঞ্জুর করেছেন আদালত।
২০ হাজার টাকা মুচলেকায় পুলিশি প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। এদিন সকালে শামসের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তার পক্ষে জামিন আবেদন করেন।
এরপর শুনানির জন্য দুপুরে সময় নির্ধারণ করা হয়। শামসের পক্ষে আমিনুল গণী টিটো, প্রশান্ত কর্মকার, আশরাফ উল আলম প্রমুখ আইনজীবী শুনানি করেন।
গত ২৯ মার্চ ভোরের দিকে সিআইডি পরিচয়ে শামসকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরদিন তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওইদিন তার পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন।