হোন্ডার নতুন ই-স্কুটারে থাকছে স্মার্ট কি ফিচার
হোন্ডা ভারতীয় বাজারে নিয়ে এলো আরও একটি নতুন স্কুটার। তবে অন্য সব স্কুটারের চেয়ে খানিকটা স্পেশাল এবারের স্কুটারটি। কারণ স্মার্ট কি ফিচারের সঙ্গে এসেছে টু হুইলারটি। এই ফিচারটি স্মার্ট ফাইন্ড, স্মার্ট সেফ, স্মার্ট আনলক এবং স্মার্ট স্টার্টের মতো একাধিক সুবিধা দেবে চালকদের।
নতুন হোন্ডা অ্যাক্টিভা ১২৫ স্কুটারটি এখন ওবিডি২ কমপ্লায়েন্টও। স্কুটারের ইঞ্জিনটি আগের মতো একই রকম ১২৫ সিসি ফুয়েল-ইঞ্জেক্টেড ইউনিটেই থাকছে। এই ইঞ্জিন ৮.১৯ বিএইচপি দেবে ৬২৫০ আরপিএম এবং এর পিক টর্ক আউটপুট ৫০০০ আরপিএম-এ ১০.৪ এনএম।
নতুন স্কুটারটি আইডল স্টার্ট/স্টপ ফিচার অফার করছে, যা চালকদের ফুয়েল ইকোনমি বাড়াতে সাহায্য করবে। এছাড়াও এই স্কুটারে নতুন ফুয়েল এফিশিয়েন্ট টায়ার ব্যবহার করেছে হোন্ডা। ইঞ্জিনটিতে রয়েছে ইএসপি-র মতো গুরুত্বপূর্ণ ফিচার, যার সাহায্যে স্কুটারটি নিঃশব্দে স্টার্ট করা যাবে এবং সেই সঙ্গেই পাওয়া যাবে অনবদ্য কিছু ফাংশনালিটি।
হোন্ডার নতুন এই স্কুটারে রয়েছে সাইড-স্ট্যান্ড কাট-অফ সুইচ। সেই সঙ্গে একটি এক্সটার্নাল ফুয়েল ফিলার ক্যাপ, ওপেন গ্লোভবক্স এবং এলইডি পজিশন ল্যাম্প সহযোগে এলইডি হেডল্যাম্প। একটি ছোট্ট ডিজিটাল স্ক্রিন দেওয়া হয়েছে, যা রিয়্যাল-টাইম মাইলেজ থেকে শুরু করে তেল ট্যাঙ্ক খালি করতে আর কতটা দূরত্ব অতিক্রম করতে হবে, ফুয়েল গজ, গড় মাইলেজ এবং তার সময় দেখাতে সাহায্য করবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন মোটরসাইকেল
- হোন্ডা