মেডিকেইড প্রোগ্রাম থেকে বাদ পড়ছে যুক্তরাষ্ট্রের ৫ অঙ্গরাজ্যের মানুষ
আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ মেডিকেইড প্রোগ্রাম থেকে বাদ পড়ার ঝুঁকিতে রয়েছেন। তবে প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যের মানুষকে এই প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হচ্ছে, যা কার্যকর হবে চলতি এপ্রিল মাস থেকে।
এই পাঁচ অঙ্গরাজ্য হলো- অ্যারিজোনা, আরকানসাস, আইডাহো, নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ডাকোটা।সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কভিড-১৯ মহামারির শুরু থেকে যুক্তরাষ্ট্রের সরকার স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যবীমা করা আছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়ার বিধান স্থগিত করে। এতে স্বাস্থ্যবীমা না থাকা লোকজনের জন্যও উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের পথ খোলে। এই প্রোগ্রামটিই মেডিকেইড নামে পরিচিত। এর আওতায় এতদিন সুবিধা পেয়ে আসছিলেন বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, শিশু, অন্তঃসত্ত্বা নারী, বয়োবৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম জনগোষ্ঠী।