নড়াইল হাসপাতালে চিকিৎসক সংকট, রোগীদের ভোগান্তি
নড়াইল শহরের ভওয়াখালী এলাকার বাসিন্দা ৭৮ বছরের বৃদ্ধা মহিতোন নেসা গত ২০ মার্চ স্ট্রোক করেন। তাকে নেওয়া হয় নড়াইল আধুনিক সদর হাসপাতালে। কিন্তু সেখানে নিউরো বিশেষজ্ঞ না থাকায় ৬৫ কিলোমিটার দূরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে নিতে বাধ্য হন স্বজনরা। সেখানে এক সপ্তাহ অবস্থান করে চিকিৎসা নিয়ে ফেরেন তিনি।
একই অভিযোগ নড়াইল শহরের বাসিন্দা মশিয়ার রহমানের। তিনি বলেন, ‘সদর হাসপাতালে কোনও মেডিসিন বিশেষজ্ঞ নেই। আমার স্বজনকে মেডিসিনের ডাক্তার দেখাতে হবে। কিন্তু ডাক্তার দেখাতে পারছি না।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- চিকিৎসা সেবা
- চিকিৎসক সংকট