You have reached your daily news limit

Please log in to continue


উত্তরপত্র যখন ‘গানের খাতা’

উত্তরপত্রে পরীক্ষার্থীরা প্রশ্নের উত্তর লিখবেন এটাই স্বাভাবিক। তবে পরীক্ষার খাতায় কিছুই না লেখা বা ভুল উত্তর লেখার ঘটনা হামেশাই ঘটতে দেখা যায়। কিন্তু উত্তরপত্রকে ‘গানের খাতা’ বানিয়ে তাতে একাধিক সিনেমার গান লিখে রাখার মতো ‘ব্যতিক্রমী’ এক ঘটনা ঘটিয়েছেন ভারতের এক শিক্ষার্থী। খবর এনডিটিভির

এ কাণ্ড করেছেন ভারতের পাঞ্জাবের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তাঁর একটি উত্তরপত্র সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, উত্তরপত্রে বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর না দিয়ে তিনি কয়েকটি গানের কথা লিখে রেখে এসেছেন। বিষয়টি নেটিজেনদের মধ্যে হাস্যরসের জন্ম দিয়েছে।

সব কটি প্রশ্নের উত্তর দেননি তিনি। মাত্র তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন। এর মধ্যে দুটি উত্তরের জায়গায় লিখেছেন দুই সিনেমার গান। প্রথম গানটি হলো, আমির খান অভিনীত জনপ্রিয় হিন্দি সিনেমা থ্রি ইডিয়টস–এর ‘গিভ মি সাম সানশাইন, গিভ মি সাম রেইন; গিভ মি অ্যানাদার চান্স; আই ওয়ানা গ্রোআপ ওয়ানস এগেইন।’

তবে দ্বিতীয় প্রশ্নের উত্তরে অবশ্য ওই পরীক্ষার্থী আর সিনেমার গানকে বেছে নেননি। এই দফায় তিনি উত্তর দিয়েছেন শিক্ষককে প্রভাবিত করার উদ্দেশ্যে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে লিখেছেন, ‘ম্যাম, আপনি একজন মেধাবী শিক্ষক। এটা আমার দোষ যে আমি কঠোর পরিশ্রম করতে পারি না। সৃষ্টিকর্তা, আমাকে কিছু প্রতিভা দাও।’

তৃতীয়বার প্রশ্নের উত্তর লেখার সময়ও ওই পরীক্ষার্থী আবারও সিনেমার গানের আশ্রয় নিয়েছেন। এবারও আমির খান অভিনীত আরেক জনপ্রিয় সিনেমা পিকের গানের কথা হুবহ খাতায় তুলে দিয়েছেন তিনি।
অনলাইনে ছড়িয়ে পড়া উত্তরপত্রটি দেখে মজা পেয়েছেন সবাই। যিনি পরীক্ষার এই খাতা দেখেছেন, তিনিও খাতায় একটি মন্তব্য লিখে দিয়েছেন পরীক্ষার্থীর জন্য। পরীক্ষার্থীর উদ্দেশে ওই শিক্ষক লিখেছেন, ‘তোমার আরও উত্তর (গান) লেখা উচিত ছিল।’ সব প্রশ্নের উত্তর দেননি বলেই মজাচ্ছলে এ কথা লিখলেন কি না, কে জানে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন