পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯৫৫ কোটি টাকা
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একদিন ছুটি থাকায় মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের পুঁজিবাজার চার কর্মদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে দুই কর্মদিবসে উত্থান আর দুই কর্মদিবস দরপতন হয়েছে। এই সময়ে যেসব কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে দাম কমার বিপরীতে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের বাজার মূলধন (পুঁজি) বেড়েছে ৯৫৫ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার ২২ টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে। প্রায় একই চিত্র দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।