জয়পুরহাটের সজনে যাচ্ছে সারাদেশে
আবহাওয়া অনুকূলে থাকায় জয়পুরহাটে উৎপাদন বেড়েছে সজনে ডাঁটার। জেলার প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাঁটার দেখা মিলছে। প্রতিদিন জেলার বিভিন্ন অঞ্চলে যাচ্ছে সজনে ডাঁটা। স্থানীয় ও চাষিরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার প্রচুর সজনে ডাঁটা ধরেছে। শহর থেকে গ্রাম পর্যন্ত সড়কের পাশে, ঘরের আনাচে-কানাচের প্রতিটি গাছে ঝুলছে সজনে ডাঁটা।
এক সময় বাড়ির আশপাশের সীমানায় সজনের গাছ লাগানো হতো। তবে সময় পরিক্রমায় এবং চাহিদা থাকায় কৃষকরা ফসলি জমিতে সজনের চাষ করছেন। পরিকল্পিতভাবে সজনের চাষ করে লাভবানও হচ্ছেন তারা। বাজার ঘুরে দেখা যায়, মৌসুমের শুরুতে প্রতি কেজি সজনে ১২০-১৪০ টাকায় বিক্রি হলেও এখন দাম কিছুটা কমে এসেছে। বর্তমানে পাইকারি ৬০-৭০টাকা ও খুচরা বাজারে ৮০-৯০ টাকা কেজিতে সজনে বিক্রি হচ্ছে।