You have reached your daily news limit

Please log in to continue


পাশ্চাত্যের দৃষ্টিতে স্তালিন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত তিন বিজয়ীর একজন ইউসেপ স্তালিন। এই সোভিয়েত একনায়ক নেতা পশ্চিমা গোষ্ঠীর প্রচারণার কারণে নানারূপে ইতিহাসে মূল্যায়িত হয়েছেন। একসময় পান ‘ভিলেন থেকে হিরো’র তকমা। বলশেভিক এই নেতাকে এখনো যতটা না বন্ধু তারচেয়ে বেশি অত্যাচারী হিসেবে তুলে ধরা হয়। লিখেছেন নাসরিন শওকত

১৯৫৩ সালের ৫ মার্চ মারা যান ইউসেপ স্তালিন। সোভিয়েত এই নেতা ছিলেন অল-ইউনিয়ন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ীদের একজন। তার জীবন, রাজনৈতিক কর্মকা- এবং তার নীতির প্রভাব নিয়ে রুশ ও পশ্চিমা প-িতরা ব্যাপক গবেষণা করেছেন। মৃত্যুর ৭০ বছর পরে জর্জিয়ার এই নেতা, রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের সাবেক রাষ্ট্রগুলোর কাছে এক সমস্যাজনক রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েছেন। তার রাজনৈতিক উত্তরাধিকারের প্রসঙ্গ প্রায়ই তীব্র বিতর্কের কেন্দ্রে থাকে। যদি পশ্চিমের কথা বলি, তাহলে দেখা যাবে স্তালিনের নীতির নিন্দা এখন নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ আগে এমনটা ছিল না। স্তালিন প্রসঙ্গে পশ্চিমা মিডিয়ার প্রচার-প্রচারণা এবং অভিযোগ নিয়ে রুশ গণমাধ্যম আরটি-এর ভাষ্য এ আলোচনায় তুলে ধরা হল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন