আগাম নির্বাচনেও প্রস্তুত ইসি

www.ajkerpatrika.com নির্বাচন কমিশন কার্যালয় প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ১২:১৩

চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও হঠাৎ আলোচনায় এসেছে আগাম নির্বাচন প্রসঙ্গ। সরকার কিংবা নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলা না হলেও আগাম নির্বাচনের প্রসঙ্গটি আলোচনায় এসেছে ইসির এক সমন্বয় সভা থেকে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগাম নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন বলে খবর বেরিয়েছে।


এ খবর নিয়ে মিশ্র ধারণা থাকলেও বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন না ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অনেক নেতাও। বিএনপিকে অপ্রস্তুত রেখে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে আগাম নির্বাচন দেওয়া হতে পারে বলে মনে করছেন তাঁরা। তবে নির্বাচন আগে নাকি পরে হলো, তা নিয়ে না ভেবে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতেই মনোযোগ রাখছে বিএনপি। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে দলটি। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত যখনই নির্বাচন হোক, তা প্রতিহত করার হুমকিও তারা দিয়ে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও