ক্রোমবুকের জন্য গুগল ফটোজের নতুন এডিটিং টুল
বণিক বার্তা
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ১২:০০
ক্রোমবুক ও ক্রোম অপারেটিং সিস্টেমের জন্য নতুন ফিচার চালু করেছে গুগল ফটোজ। ব্যবহারকারীদের জন্য নতুন ভিডিও এডিটিং টুল যুক্ত করেছে প্লাটফর্মটি। নতুন এডিটিং টুলের মাধ্যমে ক্রোমবুক ও ক্রোমওএস ব্যবহারকারীরা আগের তুলনায় আরো ভালোভাবে এডিট করতে পারবে। খবর টেক ক্রাঞ্চ।
আমেরিকান এ প্রযুক্তি জায়ান্টটি ক্রোমওএস ব্যবহারকারীদের জন্য ফটোজে সংযুক্ত করেছে মুভি এডিটর টুল। যদিও নাম শুনে প্রাথমিকভাবে মনে হতে পারে, অ্যাপসটি শুধু ইমেজ সংক্রান্ত বিষয়গুলোকে সমর্থন করে। তবে গুগল ফটোজ বর্তমানে ভিডিও এডিটের বিষয়গুলোকেও অগ্রাধিকার দিচ্ছে।