![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1200x630x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2023%2F03%2F31%2Fclean-silver-jewelry-2000-348827910a2e4965a1e4849ab60fa38c-be41d408cef04fc4cd3e9723e745da35.jpg)
কালচে রুপার গয়না ঝকঝকে করুন ৫ উপায়ে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ১১:০০
ব্যবহার করতে করতে যেমন জৌলুস হারিয়ে ফেলে রুপার গয়না, তেমনি দীর্ঘদিন অব্যবহৃত ফেলে রাখলেও কালচে হয়ে যায় এগুলো। ঘরোয়া যত্নে কীভাবে রুপার গয়না ঝকঝকে করবেন জেনে নিন।
এক লিটার পানিতে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এই পানিতে রুপার গয়না ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। টমেটো সস লাগিয়ে ঘষলেও ঝকঝকে হবে রুপার গয়না। সাদা টুথপেস্টের সাহায্যে পরিষ্কার করতে পারেন রুপা। টুথপেস্টের সঙ্গে সামান্য পানি মিশিয়ে পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন গয়না। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।ডিটারজেন্ট ও ভিনেগার মেশানো পানিতে ভিজিয়ে রাখুন রুপার গয়না।
- ট্যাগ:
- লাইফ
- গয়না
- নিজের গয়না নিজের হাতেই