![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/04/online/photos/sadka-samakal-6427b82e9ae5d.jpg)
দান সম্পদে প্রাচুর্য আনে, বিপদ দূর করে
মানবীয় গুণাবলীর মধ্যে অন্যতম উৎকৃষ্ট গুণ হলো দানশীলতা। দানশীলতার গুণ বান্দার জন্য বয়ে আনে অফুরান কল্যাণ, যা দ্বারা বান্দা দুনিয়া ও আখেরাত উভয় জগতেই ব্যাপকভাবে উপকৃত হয়। দান-সদকার দ্বারা দুনিয়ায় সম্পদের প্রাচুর্য বাড়ে, সাথে সাথে ব্যাপক মানসিক প্রশান্তিও মেলে। আর পরকালের জন্য সঞ্চিত হয় অগণিত সওয়াব।
রাসুল (সা.) দানশীলতায় ছিলেন উদারমনা। দানের ক্ষেত্রে সর্বস্ব উজার করে দিতেন। পরবর্তী বেলার আহারসামগ্রী আছে কি নেই, কখনো তা চিন্তাও করতেন না। আর রমজান মাস এলে রাসুল (সা.) এর দানশীলতা আরো অধিক বেড়ে যেত। কেননা রমজানে দানের ফজিলত ও সওয়াব অন্য মাসের তুলনায় অনেক বেশি। রমজানে প্রতিটি নেক কাজের বিনিময়ে সত্তর গুণ বেশি সওয়াব দেয়া হয়।
- ট্যাগ:
- মতামত
- ধন-সম্পদ
- পার্থিব সম্পদ
- প্রাচুর্য