'আপনারা এনওসি দিলে দেন, আমরা দেইনি'

সমকাল প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ২০:০১

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পর্দা উঠলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। এদিকে এবারের আইপিএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তবে তাদের আইপিএলে যাওয়া নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।


আয়ার‌ল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার জন্য সাকিবদের অনাপত্তিপত্র পাওয়ার গুঞ্জন থাকলেও সেটা নিয়েছে ভিন্ন মোড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় স্পষ্ট, টেস্ট সিরিজের আগে ছুটি মিলছে না সাকিব-লিটনদের।


শুক্রবার ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, 'আপনারা সাকিবকে এনওসি দিতে পারেন, আমরা এখনো দেইনি।'


সাকিবদের এনওসি প্রসঙ্গে পাপন বলেন, 'আইপিএল কর্তৃপক্ষ যখন আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা তাদের বলেছি, কখন তারা (সাকিব-মোস্তাফিজ-লিটন) অ্যাভেইলেবল। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় তাহলে বিসিবি জানাবে। এটাই আমি বলেছি বারবার।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও