হামফ্রেজের জোড়া উইকেটে বাড়ল বিপদ
তৃতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি সাকিব আল হাসানের দল।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৩ ওভারে ৮০/৭
মাঝপথে মহাবিপদে বাংলাদেশ
প্রথম বলেই উইকেট পেলেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রেজ। স্টাম্প তাক করে করা এক ডেলিভারিতে বোল্ড করে দিলেন রিশাদ হোসেনকে। এক বল পর তাসকিন আহমেদকেও বিদায় করলেন হামফ্রেজ।
অনেকটা ইয়র্কার লেংথের বলের লাইনে যেতে পারেননি রিশাদ। এলোমেলো হয়ে যায় স্টাম্প।
ছক্কায় শুরু করে ৭ বলে ৮ রান করেন রিশাদ।
অন্য সতীর্থদের মতো তাসকিনও ফেরেন ছক্কার চেষ্টায়। স্লগ সুইপ করে ডিপ মিডউইকেটে তিনি ধরা পড়েন কার্টিস ক্যাম্পারের হাতে।
নিয়মিত উইকেট হারিয়ে মাঝপথে মহাবিপদে বাংলাদেশ।
১০ ওভারে স্বাগতিকদের রান ৭ উইকেটে ৬৩। ক্রিজে শামীম হোসেনের সঙ্গী নাসুম আহমেদ।
হৃদয়ের বিদায়ে বাড়ল বিপদ
নিয়মিত উইকেট হারালেও ঝুঁকি নিচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এর মাশুলও দিতে হচ্ছে স্বাগতিকদের। সাকিব আল হাসানের বিদায়ের পরের ওভারে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তাওহিদ হৃদয়।
লেগ স্পিনার বেন হোয়াইটের বল সজোরে লেগে ঘুরাতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। টাইমিং একেবারেই হয়নি, মাঝ ব্যাটেও খেলতে পারেননি। মিডউইকেটে সহজ ক্যাচ নেন হ্যারি টেক্টর।
১০ বলে একটি করে ছক্কা ও চারে হৃদয় করেন ১২ রান।
হোয়াইটকে দারুণ শটে ছক্কা মেরে রানের খাতা খোলেন অভিষিক্ত লেগ স্পিনার রিশাদ হোসেন।
৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৪৭। ক্রিজে রিশাদের সঙ্গী শামীম হোসেন।
সাকিবকে হারিয়ে বিপদে বাংলাদেশ
আগের ওভারে ব্যাটের কানায় লাগলেও কিপারের পাশ দিয়ে বাউন্ডারি পেয়ে গিয়েছিলেন তাওহিদ হৃদয়। পরের ওভারে আপাত সাদামাটা এক ডেলিভারিতে মিডউইকেটে ধরা পড়লেন সাকিব আল হাসান।
মার্ক অ্যাডায়ারের বল লেগে যেকোনো জায়গায় পাঠাতে পারতেন সাকিব। পেতে পারতেন ছক্কাও। বিস্ময়করভাবে সেই বলে বন হোয়াইটের হাতে সহজ ক্যাচ তুলে দেন বাংলাদেশ অধিনায়ক।
৬ বলে ১ চারে ৬ রান করেন সাকিব।
৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪১। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী শামীম হোসেন।
৮ ম্যাচ পর পাওয়ার প্লেতে দুইয়ের বেশি উইকেট হারাল বাংলাদেশ।
ফিরে গেলেন রনিও
চার ওভারের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারাল বাংলাদেশ। লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর মতো বড় শট খেলার চেষ্টায় ফিরে গেলেন রনি তালুকদারও।
পরপর দুই ওভারে দুই সঙ্গীকে হারালেও নিজের মতো করেই খেলছিলেন রনি। নিচ্ছিলেন ঝুঁকি। সেটাই কাল হলো। কার্টিস ক্যাম্পারকে তুলে মারতে গিয়ে তিনি ডিপ মিডউইকেটে ধরা পড়লেন রনি।
১০ ওভারে তিন চারে ১৪ রান করেন ডানহাতি এই ওপেনার।
৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৪। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।
টিকলেন না শান্ত
৩ ওভারের মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারাল বাংলাদেশ। লিটন দাসের পর ক্যাচ দিয়ে ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত।
অফ স্পিনার হ্যারি টেক্টরের স্পিন করে ভেতরে ঢোকা বলে স্লগ সুইপ করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ঠিক মতো খেলতে পারেননি। ডিপ মিডউইকেটে দ্বিতীয় চেষ্টায় ক্যাচ নেন কার্টিস ক্যাম্পার।
৮ বলে শান্ত করেন ৪ রান।
৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৮। ক্রিজে রনি তালুকদারের সঙ্গী সাকিব আল হাসান।
শুরুতেই ফিরলেন লিটন
ইনিংসের প্রথম বলেই চার মেরে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন লিটন দাস। কিন্তু পারলেন না সেটিকে টেনে নিতে। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ড্রেসিং রুমের পথ ধরলেন স্টাইলিশ ওপেনার।
মার্ক অ্যাডায়ারের অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি স্ল্যাশ করতে গিয়ে ডিপ পয়েন্টে জর্জ ডকরেলের হাতে ধরা পড়েন লিটন। ১ চারে ৪ বলে ৫ রান।
তার সামনে হাতছানি ছিল দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করার। ইংল্যান্ডের বিপক্ষে গত সিরিজে ১৪৪ রান করে এই রেকর্ড নাজমুল হোসেন শান্তর দখলে।
প্রথম দুই ম্যাচেই লিটন করে ফেলেছিলেন ১৩০ রান। সিরিজ শেষ করলেন ১৩৫ রানে।
চার দিয়ে শুরু লিটন-রনির
ম্যাচের প্রথম বলে চমৎকার ফ্লিকে চার মেরে শুরু করেন লিটন দাস। তার মতো মুখোমুখি প্রথম বলে বাউন্ডারি মারেন রনি তালুকদারও।
ফিওন হ্যান্ডের বল অবশ্য ঠিক মতো খেলতে পারেননি রনি। অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়ায় গালিতে ক্যাচের মতো দিয়েছিলেন তিনি। একটুর জন্য বলের নাগাল পাননি ফিল্ডার। ব্যাটসম্যান পেয়ে যান চার।
১ ওভারে বাংলাদেশের রান ৯/০।
পেসারের বদলে স্পিনার নিল আয়ারল্যান্ড
শেষ ম্যাচের একাদশে স্পিনে শক্তি বাড়াল আয়ারল্যান্ড। সফরে এখন পর্যন্ত দারুণ বোলিং করা ডানহাতি পেসার গ্রাহাম হিউমের জায়গায় অভিষেক হলো ম্যাথু হামফ্রেজের। এই সংস্করণে আয়ারল্যান্ডের ৫৮তম ক্রিকেটার বাঁহাতি এই স্পিনার।
একাদশে এই একটি পরিবর্তনই এনেছে আইরিশরা।
আয়ারল্যান্ড একাদশ: মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেজ, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ফিওন হ্যান্ড।
রিশাদের অভিষেক, নেই মুস্তাফিজ
তৃতীয় ম্যাচের একাদশে জোড়া পরিবর্তন এনেছে বাংলাদেশ। অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। এই সংস্করণে বাংলাদেশের ৮০তম ক্রিকেটার ২০ বছর বয়সী এই লেগ স্পিনার।
এছাড়া গত বিশ্বকাপের ভারতের বিপক্ষে ম্যাচের পর প্রথমবার একাদশে সুযোগ পেলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। গত ম্যাচের একাদশ থেকে নেই মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, রনি তালুকদার, তাওহিদ হৃদয়।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে অবশেষে টস জিতল বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন সাকিব আল হাসান। আগের দুই ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছিল বাংলাদেশ।
টস জিতে ব্যাটিং নেওয়ার ব্যাখ্যা দিলেন সাকিব।
"আগের দুই ম্যাচে আমরা আগে ব্যাট করেছি এবং ভালো করেছি। কেন সেটি ধরে রাখব না!"
আগে বোলিং পাওয়ায় সুবিধা দেখছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং।
"এটি ব্যবহৃত উইকেট। দেখা যাক কেমন আচরণ করে। আমরা আগ দেখতে পাব এবং এরপর সেভাবে ব্যাট করার চেষ্টা করব।"
হোয়াইটওয়াশের লক্ষ্যে নামছে বাংলাদেশ
টানা দুটি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারানোর পর আয়ারল্যান্ডের বিপক্ষেও একই ব্যবধানে জেতার সুযোগ সাকিব আল হাসানের দলের সামনে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুক্রবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরু হবে বেলা ২টায়।
প্রথম দুই ম্যাচ অনায়াসে জেতা বাংলাদেশের সামনে আরেকটি অর্জনের হাতছানিও আছে। নিজেদের ইতিহাসে প্রথমবারের টি-টোয়েন্টিতে টানা ছয় ম্যাচ জেতার সুযোগ লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের সামনে। এবারের আগে কেবল একটা টানা চারটি ম্যাচ জিততে পেরেছিল তারা।