কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাটোরে বিএনপির মঞ্চ ভাঙচুর-অগ্নিসংযোগ

জাগো নিউজ ২৪ নাটোর সদর প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ১৪:০০

নাটোর বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, শনিবার বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল হবে।


এ উপলক্ষে প্রশাসনের অনুমতি নিয়ে আলাইপুর উপশহর মাঠে মঞ্চ এবং প্যান্ডেল নির্মাণ করা হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেশ কয়েকজন সরকারদলীয় লোকজন মোটরসাইকেলে এসে মঞ্চ ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, বিএনপির তাদের অনুষ্ঠানে লোকজন জমায়েত করতে ব্যর্থ হবে। এ আশঙ্কা থেকেই নিজেরাই মঞ্চ ভাঙচুর করেছে। এখন এর দায় আওয়ামী লীগের ওপর চাপাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও