কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ন্যাটোতে ফিনল্যান্ডকে গ্রিন সিগন্যাল তুরস্কের

সমকাল ফিনল্যান্ড প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ১৪:০০

সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান মেনে নিয়েছে তুরস্ক। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) তুরস্কের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে ফিনল্যান্ডকে এই জোটে সমর্থন দেওয়া হয়। এরপর আর দেশটির ন্যাটোয় যোগদানে কোনও বাধা থাকল না।


তুরস্কের অনুমতি না পেলে ন্যাটোতে যোগদান অসম্ভব ছিল ফিনল্যান্ডের। গত সপ্তাহে হাঙ্গেরির পার্লামেন্ট সবুজ সংকেত দেয়। ৩০ সদস্যের ন্যাটো জোটে শুধু তুরস্ক বাকি ছিল।


ন্যাটোর নিয়ম অনুযায়ী, নতুন কোনো দেশকে ন্যাটোয় যোগ দিতে হলে সব সদস্য দেশের সম্মতির দরকার পড়ে।


সামরিক দিক থেকে রক্ষণশীল নীতি নিয়ে চলত ফিনল্যান্ড। কিন্তু গত বছর রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর দেশটি নীতি পরিবর্তনের পথে হাটে। ন্যাটো জোটে যোগ দেওয়ার আগ্রহের কথা জানায় এবং প্রক্রিয়া শুরু করে। রাশিয়ার সঙ্গে ১৩০০ কিলোমিটার সীমান্ত আছে ফিনল্যান্ডের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও