১০০০ টেরাবাইটের এসএসডি কার্ড আনবে স্যামসাং
স্যামসাং ইলেকট্রনিকস এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড উৎপাদনের পরিকল্পনা করছে। প্রযুক্তি জায়ান্টটির ভাইস প্রেসিডেন্ট কিউংরিউন কিম সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন।◌তিনি বলেন, ‘এ লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি ফিজিক্যাল স্কেলিং, লজিক্যাল স্কেলিং ও প্যাকেজিং এই তিন ফ্রন্টে গবেষণা পরিচালনা করবে। কেননা ২০৩৩ সালের মধ্যে এক পেটাবাইট বা এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড চালু করতে চাইছে স্যামসাং।’ খবর টেকরাডার।
প্রায় ছয় বছর আগে ২০১৭ সাল থেকেই দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির ১২৮ টেরাবাইট কিউএলসি এসএসডি কার্ড উৎপাদন প্রক্রিয়া পাইপলাইনে রয়েছে। এছাড়া ২০২২ সালের আগস্টে ফ্ল্যাশ মেমোরি সামিটের সময় ১২৮ টেরাবাইট পিসিআইই এসএসডি কার্ড উন্মোচন করা হয়েছিল। সুতরাং চলতি বছর চীনে অনুষ্ঠিত ফ্ল্যাশ মেমোরি মার্কেট সামিটে এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড উৎপাদনের ঘোষণা ছিল কিছুটা অনুমেয়।