কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পাইকারি বাজারে

সমকাল ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ০৯:৩১

ঈদ সামনে রেখে সাধারণত শবেবরাতের পরের দিন থেকে শাড়ি, থ্রি-পিস, পাদুকা ব্যবসায়ীদের পাইকারি কেনাকাটা শুরু হয়। চলে ১৫ রোজা পর্যন্ত। তবে এবার পরিস্থিতি যেন সম্পূর্ণ ভিন্ন। রমজান শুরু হলেও রাজধানীর বিভিন্ন পাইকারি বাজারে বেচাকেনা এখনও আশানুরূপভাবে হয়নি। ব্যবসায়ীরা বলছেন, গত দুই বছর করোনা মহামারির প্রভাবে লক্ষ্য অনুযায়ী বিক্রি ছিল কম। এবার করোনার ভয় নেই, কিন্তু বেচাকেনায় মারাত্মক প্রভাব ফেলেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।


রাজধানীর ইসলামপুর, মিরপুর বেনারসি পল্লী, ধানমন্ডি হকার্স মার্কেট, নারায়ণগঞ্জের গাউছিয়া মার্কেট ও ডেমরা তাঁতী বাজারের ব্যবসায়ীরা জানান, শবেবরাতের পর থেকে নারীদের পোশাক বিক্রির পাইকারি মার্কেটে কেনাবেচার ধুম থাকে। এবার রোজার আগেই কেনাকাটা অল্পের মধ্যে শেষ করেছেন অনেক খুচরা ব্যবসায়ী। আবার কোনো কোনো মার্কেটে এখনও যা বিক্রি হচ্ছে, তা তুলনামূলক কম। রোজার ঈদ ঘিরে ব্যবসায়ীদের বেশি আশা থাকে। এবার বিক্রি শুরু হলেও টার্গেট পূরণ হয়নি।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও